প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যে রামপালে প্রাণী প্রদর্শনী মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে এ প্রাণী প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা, আরডিও নারায়ন চন্দ্র, এসআই হুসাইন প্রমুখ। পরে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।