'প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো: আবদুর রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা: পলাশ কান্তি দত্ত। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুহা. সাদ্দাম হোসেন, পৌর আ'লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আ: গণি, যুলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, আবু তাহের, আ: ছালামসহ বিভিন্ন খামারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো: আবদুর রশিদ বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। এ সময় মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।