ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আল আমিন হাওলাদার ও তার সহকারী নাজমুল শেখকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন রাজাপুরে নিহত হাসিবুর রহমানের ছোট ভাই হাদিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়লে ১৪ জন নিহত ও ২০ জনের অধিক আহত হন।
এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত একটি পরিবারের পক্ষ থেকে দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকচালক ও তার সহকারীকে বুধবার বিকেলেই আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সিমেন্টবোঝাই ট্রাকটিও।