ঝালকাঠিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে মা ও দাদির সঙ্গে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে নিখোঁজের ৮ দিন পর অদিত্য চক্রবর্তী (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার চড়বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে ও নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।
গত ১৩ এপ্রিল সকাল ১০ টার দিকে আদিত্য চক্রবর্তী মা ও দাদিকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যান। মা ও দাদিকে নিয়ে স্নানে নেমে আদিত্য নিজে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বরিশাল থেকে একটি ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা এসে আদিত্যর সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি বলেন, রাত ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।