× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৪, ১৭:৪৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দু’মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২৫) নামে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় মৃত্যুবরণ করেন তিনি। 

রোববার সকাল সাড়ে ১০টার পর জয়পুরহাট-হিলি রোডের শিমুলতলী বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবির খাস বাড্ডা গ্রামের মৃত মোমিন ছেলে। তিনি চলতি বছরের জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জয়পুরহাট শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সৌরভ হোসেন নামে এক পরীক্ষার্থী। জেলার পাঁচবিবির জয়পুরহাট-হিলি রোডের শিমুলতলী বাজারে এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সৌরভ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাটে ভর্তি করানো হয়। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়। কিন্তু এই হাসপাতাল চত্বরেই দুপুর ২টায় তিনি অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.