× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে কিশোরী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৪, ১৪:৪৩ পিএম

নাটোরের সিংড়ায় রেশমী (১৬) নামের এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে শাহাদত হোসেন (৩০) নামের একজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, গত ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভিকটিম রেশমি খাতুনকে বাড়িতে একা পেয়ে জড়িয়ে ধরে। রেশমি নিজেকে ছাড়িয়ে নিয়ে এই কথা রেশমী তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। তখন শাহাদাত ভয় পেয়ে রেশমীকে গলাটিপে হত্যা করে বাড়ির ঘরের তীরের সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেলে শাহাদত সেখান থেকে পালিয়ে যায়। এসময় গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। 

ওই দিন বিকেলে রেশমি খাতুনের মা সোনাভান বিবি (৪২) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। মামলা দায়েরের সাড়ে চার বছর পর আজকে আদালত আসামি শাহাদাতের উপস্থিতিতে আদালত এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.