× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নগরীতে সিসিকের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা

সিলেট ব্যুরো

২৩ এপ্রিল ২০২৪, ১৯:২৮ পিএম

নগরীর বিভিন্ন স্থানে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন। ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করার দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ^জিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টায় কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান করে সিসিক কর্তৃপক্ষ।

কালীঘাট এলাকায় পিঁয়াজ এবং আলু ব্যবসায়ীদের সুরমা নদীর পাড়ে ময়লা আবর্জনা না ফেলার পরামর্শ সিসিকের আভিযানিক দল।  

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, সিসিকের নিয়মিত অংশ হিসেবে মঙ্গলবার নগরীর  কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান চালিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা জনভোগান্তি ও ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসা করবে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। 

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.