× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

কুড়িগ্রাম প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পিএম

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলে। এ অবস্থায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা কলেজ মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। 

তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির বর্ষণের জন্য বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতি ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার শাখার উদ্যোগে ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সকাল সাড়ে আটটায় নামাজ আদায় করা হয়। 

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। 

বিশেষ মোনাজাত পরিচালনাকারী জামায়াতি ইসলামী বাংলাদেশ  কুড়িগ্রাম জেলার শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের উপর বর্ষণ হয় এর জন্য আমরা ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আল্লাহ পাক যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এজন্য দোয়া ইউনূস পড়েছি।

এ সময় বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ জামায়াতি ইসলামী বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.