× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারের সংঘাত থেকে আবারও টেকনাফে পড়লো গুলি

কক্সবাজার প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৮ পিএম

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের ছোঁড়া একটি গুলি আবারও কক্সবাজারের টেকনাফে এসে পড়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টায় টেকনাফের হ্নীলা জাদিমুড়া ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের জানালায় এসে গুলিটি পড়ে।

হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ মাঝি নুর আহমদ বলেন, ‘মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থেকে এপারের ক্যাম্প-২৭ সিআইসি অফিসের জানালায় একটি গুলি এসে পড়ে ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে বিষয়টি দেখে ক্যাম্পের দায়িত্বরত সিআইসিকে অবগত করি। এর আগেও মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম-উখিয়া ও টেকনাফ সীমান্তে এসে পড়েছিল মর্টারশেল ও গুলি’।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার (২৪ এপ্রিল) ভোর পর্যন্ত মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত থেকে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ আবারও টেকনাফের সীমান্তে ভেসে আসছে। রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের জানালায় এসে একটি গুলি লেগে ছিদ্র হয়ে যায়। রাতভর থেমে থেমে গোলাগুলি হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.