বগুড়ার শেরপুরে হিট স্ট্রোকে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে গরুর ঘাস কাটার জন্য মাঠে যায়। মাঠ থেকে ঘাস কেটে নিয়ে জোড়গাছা এলাকায় বাঙ্গালী নদীতে ঘাস ধোঁয়ার জন্য আসে। প্রচন্ড তাপদাহে আব্দুস সালাম দুপুর আড়াইটার দিকে নদীর কিনারে হটাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।