যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভারত সিমান্ত লাগোয়া বড়আঁচড়া গ্রাম থেকে ফেন্সিডিলসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় দুই মাদক কারবারি।
আটককৃতরা হলো বড়আঁচড়া গ্রামের গেটপাড়া এলাকার মোঃ নেওয়াজ শরীফ (২০) ও একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২)।
জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, একটি গোপন সূত্রে আমরা জানতে পারি বড়আঁচড়া গ্রামের আন্তর্জাতিক বাস টার্মিনালের কাছে ফেন্সিডিল বহন করছে দুই যুবক। তৎক্ষনাৎ জেলা গোয়েন্দা শাখা সেখানে একটি বিশেষ টিম পাঠায়। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালের পূর্ব পাশের গলি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। গ্রেফতারকৃতরা হলো বড়আঁচড়া গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ নেওয়াজ শরীফ(২০) ও একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন(৩২)। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা।
এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।