× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেনাপোলে ১০ চোরাই স্মার্ট ফোনসহ আটক ১

বেনাপোল (যশোর) সংবাদদাতা

০২ মে ২০২৪, ১২:৪৭ পিএম

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামে ১০টি চোরাই স্মার্ট ফোনসহ জেলা গোয়েন্দা পুলিশ শাখার একটি বিশেষ টিমের হাতে আটক হয় একজন।

বুধবার (পহেলা মে) দুপুর দুইটার দিকে আটক হয়  পোড়াবাড়ী গ্রামের মো. তুহিন হোসেন (২১)।

জেলা গোয়েন্দা শাখা জানায়, একটি গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামে অবৈধ চোরাই স্মার্ট ফোনের কারবার চলছে। খবর পেয়ে বুধবার (১ মে) দুপুর দুইটার দিকে সেখানে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালায়। অভিযান চলাকালে পোড়াবাড়ি গ্রামের  জোমাত আলীর মুদি দোকানের সামনে থেকে কাগজহীন ১০টি চোরাই স্মার্ট ফোনসহ মো. তুহিন হোসেন (২১) নামের এক যুবককে আটক করা হয়।

আটককৃত মো. তুহিন হোসেন, পিতা মৃত মিন্টু সরদার  বর্তমানে পোড়াবাড়ী গ্রামের বাসিন্দা। কিন্তু আসামির স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার সদরপুর থানার চানপুর গ্রামে।

জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

এ সংক্রান্তে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে যশোর বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.