× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শোকজের পরেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

বরগুনা প্রতিনিধি

০২ মে ২০২৪, ১৭:৪৪ পিএম

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত ২২ মে প্রার্থী খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। নোটিশের পরেও খলিলুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণ করে প্রচারণায় মিছিল ও শো ডাউন ও করছেন বলে প্রতিদ্বন্দি প্রার্থীদের অভিযোগ। 

খলিলুর রহমান বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নিয়ে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রথমবারের মত প্রার্থী হয়েছেন। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে অনেকটা ঢাকঢোল পিটিয়ে দলের একটি বড় অংশকে সঙ্গে নিয়ে নেমেছেন মাঠে।

২য় ধাপে ২১ মে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান (বর্তমান উপজেলা চেয়ারম্যান), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান যিনি সদ্য পদত্যাগ করা (ইউপি) চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক খ. ম. ফাহারিয়া সংগ্রাম আমিনুল সাবেক (ইউপি) চেয়ারম্যান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমিনুল ইসলাম। এ ছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস ছোবাহান, বরগুনা জেলা পরিষদের সাবেক (প্যানেল চেয়ারম্যান) নাহিদ মাহমুদ হোসেন ও রিয়াজ হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী হয়েছেন। 

প্রতিদ্বন্দি প্রার্থীদের অভিযোগ, খলিলুর রহমান উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ওই মদদে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী খ. ম. ফাহারিয়া সংগ্রম আমিনুল বলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবিরের প্রভাবে তিনি আচরণবিধির তোয়াক্কা না করেই নিজের মত করে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি মুলত পরপর দুইবার ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যেভাবে নির্বাচিত হয়েছিলেন সেভাবেই উপজেলা নির্বাচনেও প্রচারণা চালাচ্ছেন। আমরা একাধিবার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আশা করি কমিশন ব্যবস্থা নেবে। প্রতিদ্বন্দি অন্য প্রার্থীদের খলিলুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও মাঠে প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ। 

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মুঠোফোনে বলেন, আসলে আচরণবিধির বিষয়ে আমি আবগত ছিলাম না বলেই ভুল করেছিলাম। জানার পর থেকে আর  ভুলগুলো করছিনা। প্রভাব বিস্তার প্রসঙ্গে বলেন, আমি খুব স্বাভাবিকভাবেই নির্বাচনে প্রচারণা চালাচ্ছি, এটাকে যারা প্রভাব মনে করছে তারা আমার সমর্থনে ভীত। 

উল্লেখ্য, সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ১ লাখ ১২ হাজার ৫৮৬ জন ভোটার অধ্যুষিত বেতাগী উপজেলায় মোট ৩৯টি ভোটকেন্দ্র। আগামী ২১শে মে দ্বিতীয় ধাপে বেতাগী উপজেলা পরিষদের নির্বাচনে ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল হাই আল হাদি বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লংঙ্ঘনের অভিযোগ পেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাব পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এরপরও তিনি যদি লঙ্ঘন করেন আমরা বিধিমোতাবেক ব্যবস্থা নেব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.