সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার পৌর এলাকার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শিবলু আহমেদ (২৮)। তবে বর্তমানে তিনি বিয়ানীবাজার পৌর এলাকার খাসা পন্ডিতপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।