× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলের কবরের বাঁশ কাটতে গিয়ে মারা গেলেন বাবাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৪:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ছেলের কবরের বেড়ার বাঁশ কাটতে গিয়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা সাদেকুর রহমান ভূঁইয়া (৫০) নামের এক ব্যক্তি। 

গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

সাদেকুর রহমান ওই এলাকার মলাই উদ্দিন ভূঁইয়ার ছেলে।

সাদেকুর রহমান ভূঁইয়ার চাচাতো ভাই আবু সাঈদ ভূঁইয়া জানান, সাদেকুর রহমান ভূঁইয়া দুই ছেলে ও এক মেয়ের পিতা ছিলেন। বড় ছেলে সৌদি আরব প্রবাসী। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন। শাহাদাৎ তার মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি শাহাদাতকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার (২৯ এপ্রিল) দুই বন্ধুসহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন শাহাদাৎ হোসেন। সাথের দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরে শাহাদাৎ হোসেনকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। গত শুক্রবার ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে যান শোকাহত পিতা সাদেকুর রহমান। এ সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.