× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে চেয়ারম্যান প্রার্থীকে স্বেচ্ছাসেবকলীগের পূর্ণ সমর্থন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৫:০১ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টুকে পূর্ণ সমর্থন জানিয়েছেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। 

শনিবার (৪ মে) কিশোরগঞ্জের ভৈরবে পৌর জিল্লুর রহমান মিলনায়তনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক আলোচনা সভার মাধ্যমে এই সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছেন নেতাকর্মীরা। 

জাহাঙ্গীর আলম সেন্টু ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু।

এ সময় বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম সেন্টু একজন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা। সকল শ্রেণী পেশার মানুষের আস্থা ভরসার জায়গায় তিনি রয়েছেন। তার নেতৃত্বে ভৈরব উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। তিনি স্থানীয় এমপি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের  বিশ্বস্থ ও আস্থাভাজন। মন্ত্রীর প্রতিনিধি হয়ে ভৈরব সার্বিক উন্নয়নের কাজ করছেন তিনি। আগামী দিন জাহাঙ্গীর আলম সেন্টু উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারলে ভৈরব ব্যপক উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। 

এসময় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, স্বেচ্ছা সেবকলীগ কথা দিয়ে কথা রাখেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বর্তস্ফুর্ত অংশ গ্রহণের স্বেচ্ছাসেবকলীগ উনার পাশে থাকবেন। এসময় তিনি সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি আরো বলেন, যদি উপজেলা পরিষদ নির্বচানে পাশ করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করতে ও ভৈরবের উন্নয়নের আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ কবরেন। 

আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আসমা আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর ররহমান কবীর, নির্বাহী সদস্য কবীরুজ্জামান রুমান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম আহমেদ খোকন সাধারণ সম্পাদক রাকিব রায়হান প্রমুখ। 

আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীর আলম সেন্টু'র সমর্থনে এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবার পৌর মিলনায়তনে এসে শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.