× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’ উদ্বোধন করলেন দীপু মনি

সিরাজগঞ্জ প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৫:১৮ পিএম

সিরাজগঞ্জে অসহায় বাবা-মা’র আশা ভরসা ও কাঙ্খিত স্বপ্নের ঠিকানা ‘হেনরীর ভুবন’ বৃদ্ধাশ্রমের নাম ফলক ও ফিতা কেটে এর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৩ মে ২০২৪,)  বিকেল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলা রতন কান্দি ইউনিয়ন গজারিয়ায় বৃদ্ধাশ্রম হেনরীর ভুবন উদ্বোধন করেন 

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।  

পরে উদ্বোধনী  অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন 

বৃদ্ধাশ্রম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল, 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দীপু মনি । 

তিনি বলেন,  প্রথমে স্মরণ করছি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে। আমাদের সকলের উচিত বৃদ্ধ  বাবা মা প্রতি যত্নবান হওয়া।  তারা যেমন আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে এটা মাথায় রেখে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 

মানুষ  মানুষের জন্য এ কথাই ভেবে সর্বদা মানুষের পাশে থাকতে হবে। এ সুন্দর বৃদ্ধশ্রম করায় আমি ধন্যবাদ জানাই, বৃদ্ধাশ্রম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিরাজগঞ্জ-২ (সদর - কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও  জেলা পরিষদ সিরাজগঞ্জ এর  চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবুকে। 

এছাড়াও আরো উপস্থিত থেকে  বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ ১ কাজিেুর জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়,   জেলা পরিষদ সিরাজগঞ্জ এর নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আ. স. ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আদুস সামাদ তালুকদার, সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা চেম্বার অব কমার্সের প্রসিডেন্ট আবু ইউসুফ সূর্য,  বীর মুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, এছাড়াও গণ্যমান্য বৃক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বৃদ্ধাশ্রম উদ্বোধন উপলক্ষে  হেনরীর ভুবনে সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ ও তাহমিনা কলির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সব শেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.