× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আড়াইহাজারে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৬:১৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলনাহার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। থানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৩ মে) দিনগত রাতে রামচন্দ্রদী পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গুলনাহার রামচন্দ্রদি গ্রামের  রহিম মিয়ার মেয়ে এবং একই এলাকার রিপন মিয়ার স্ত্রী। নিহত গৃহবধু দুই সন্তানের জননী।

গোপালদী ফাড়ির ইনসপেক্টর (আইসিটি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার থানার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় মুরগি রান্না নিয়ে গৃহবধূর সাথে স্বামী রিপন ও দেবর আরিফের সঙ্গে ঝগড়া হয়। এ সময় গৃহবধূ গুলনাহারকে তারা মারপিট করলে সে আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযোগ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাউকে এখনো আটক বা গ্রেফতার করা হয় নি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.