× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৭:২৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. শরীফ (৪১) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ মে) রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে শনিবার (৪ মে) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। শরীফ ওই গ্রামের আ. মান্নানের ছেলে।

জানা গেছে, প্রায় ১৩বছর পুর্বে শরীফের সাথে পাশের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার মুক্তা নামে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সেই স¤পর্কের সূত্রে তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বছরে দেড়েক দাম্পত্য জীবন অতিবাহিত হওয়ার পর মুক্তার পিতা মুক্তাকে স্বামীর সংসার থেকে নিয়ে যান। পরবর্তীতে মুক্তাকে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের আলী আহম্মদের সাথে বিয়ে দেন। কিছুদিন যাওয়ার পর একরাতে মুক্তা তার দ্বিতীয় স্বামী আলী আহম্মদকে নেশাজাতীয় খাবার খাইয়ে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রথম স্বামী শরীফের সাথে পালিয়ে যায়। এঘটনার পর আলী আহম্মদের চাচা ছালে আহম্মদ বাদী হয়ে ২০১৩ সালের ৫ এপ্রিল ফরিদগঞ্জ থানায় মামলা ( নং-০৬, ধারা-৩২৮, পেনাল-কোড: জিআর ৬৯/২০১৩) দায়ের করেন।

এরপর শরীফ ও মুক্তা দীর্ঘদিন আত্মগোপনে থাকাবস্থায় চলতি বছরের ২ ফেব্রুয়ারী চাঁদপুরের বিজ্ঞ আদালতের বিচারক শরীফকে ৫ বছরের সাজার রায় প্রদান করেন। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ফরিদগঞ্জ থানার এএসআই হাসানুজ্জামান ও এএসআই নুরনবী সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৩ মে) রাতে উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নের দিগধাইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, সাইদুল ইসলাম শরীফকে গ্রেফতার পরবর্তী আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.