আগামী ৮ মে (বুধবার) অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের ৫ উপজেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এ বিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন সভার প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ২য় পর্যায়ের রিটানিং অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার দিক নির্দেশনাসহ বিভিন্ন নির্বাচনী পরামর্শ দেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও ১ম পর্যায়ের রিটানিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম , কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম, গোপালগঞ্জের সকল উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।