× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৮:০১ পিএম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের লোকজন। নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের শান্তিভাওলা গ্রামে এই ঘটনা ঘটে। এই বিষয়ে সাংবাদিকদের কাছে একটি অভিযোগ করেন শান্তিভাওলা এলাকার মৃত মো: বাদশা মিয়ার ছেলে মো. রমজান আলী। 

ঘটনার বিষয়ে রমজান আলী জানান, প্রতিবেশী মিয়া চাঁন এর ছেলে আব্দুল ছাত্তার, হযরত আলী ও রোবেল এবং সুরুজ মিয়ার ছেলে হান্নান, আপেল মাহমুদ ও মান্নান সহ তাদের দলবল নিয়ে রমজান আলীর বাড়ির ভিটায় জোড়পূর্বক বাড়ি নির্মানের কাজ একাধারে করে যাচ্ছেন। রমজান আলী আরও জানান,  তাদের সাথে পূর্ব হইতে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা তাহার জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মানের কাজ করিতে থাকিলে আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর কিছুদিন নির্মান কাজ বন্ধ রাখেন। পরবর্তীতে উল্লেখিত বিবাদীগণ পুনরায় বাড়িতে নির্মান কাজ শুরু করলে আমি এবং আমার পরিবার তাদের নির্মান কাজে বাধা দিলে বিবাদীগণ তাদের ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাকে ও আমার পরিবারকে ভয়ভিতী দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিশনাল জুড়িডিকশন মামলা নং ১০৭৭/২০২২ দায়ের করা হয়। মামলায় বিবাদী পক্ষগণকে স্থিতাবস্থায় বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছিল। মামলাটি হাই কোর্টে চলমান থাকলে বিবাদীগণ আদাতের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শণ করে বাড়ি নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এতে ভুক্তভোগী রমজান মিয়া এবং তার পরিবার মহা বিপাকে পড়েছেন। এর হাত থেকে রক্ষার্থে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.