যশোরের অভয়নগরে তীব্র গরমে স্বস্তি দিতে ভ্যান ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে শনিবার (৪ মে) দুপুরে নওয়াপাড়া বাজারের নূরবাগ বাসস্ট্যাণ্ড ও স্বাধীনতা চত্ত্বর এলাকায় দুই শতাধিক ভ্যান-রিকশাচালকের মাঝে এই ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, ছাত্রলীগ নেতা মির্জা জামিল আহমেদ তমাল প্রমুখ।
পৌরসভা সূত্র জানায়, ইতোপূর্বে নওয়াপাড়া পৌরসভার আয়োজনে পৌর মেয়রের নির্দেশনায় পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানিসহ স্যালাইন বিতরণ করা হয়েছে। সপ্তাহব্যাপী পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শেষে শনিবার ভ্যান ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আগামীতে খেয়াঘাটে নৌকার মাঝিদের মাঝে ছাতা বিতরণ করা হবে। পৌর পরিষদের পক্ষ থেকে এ ধরণের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।