বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে এক ব্যবসায়ী তার ব্যাগ ভুলক্রমে সিএনজিঅটোরিকশাতে ফেলে আসেন। বাসায় ফিরে এসে পাসপোর্ট, ব্যবসায়িক কাগজপত্র ও মুঠোফোন রাখা ব্যাগটি খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে ছুটে যান থানায়।
অভিযোগ পেয়ে তদন্তকারী কর্মকর্তা টানা চারদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেন ব্যাগটি। একই সাথে উদ্ধার করেন ব্যাগে থাকা পাসপোর্ট, ব্যবসায়িক কাগজপত্র ও দুটি আইফোনসহ মূল্যবান মালামাল।
ওই ব্যবসায়ী হলেন ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা আরমান হোসেন। তিনি ব্যবসার কাজে নিয়মিত দুবাই যাতায়াত করেন। গত ২৫ এপ্রিল দুপুর সাড়ে ১১টায় দুবাই থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিঅটোরিকশাযোগে কেরানীগঞ্জে আসেন। সিএনজি অটোরিকশা থেকে নামার সময় ভুলে একটি ব্যাগ সেখানেই ফেলে আসেন। এ ঘটনায় সেদিন বিকেলে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনার তদন্তভার পান কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান। তিনি বলেন, ব্যবসায়ীর ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগী থানায় জিডি করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন কেরানীগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। তবে সেখান থেকে উল্লেখযোগ্য কিছু না পেয়ে ২৬ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহায়তায় ওই ব্যবসায়ীকে বহন করা সিএনজি অটোরিকশাটি শনাক্ত করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় সিএনজি অটোরিকশাটির মালিককেও শনাক্ত করা হয়। তবে মালিকের খোঁজ পেলেও সম্প্রতি সিএনজি অটোরিকশাটির মালিকানা পরিবর্তন হওয়ায় চালককে শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি সিএনজি অটোরিকশাটি রাজধানীর মিরপুর রুটে চলাচল করে। একপর্যায়ে ওই এলাকার বিভিন্ন গ্যারেজে সন্ধান চালিয়ে খোঁজ মেলে সিএনজি অটোরিকশাটির। কিন্তু সম্প্রতি সিএনজি অটোরিকশাটির চালকও পরিবর্তন হলে নতুন চালককে শনাক্ত করা যাচ্ছিল না। কিন্তু আমাদের তদন্ত চলমান থাকে। তদন্তের একপর্যায়ে জানতে পারি সিএনজিঅটোরিকশাটির চালক বরিশালের ভোলা জেলার বাসিন্দা। তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন রাজধানীর মিরপুরের মণিপুর এলাকায়। পরে ওই এলাকায় গিয়ে খোঁজ মেলে সেই সিএনজিঅটোরিকশাচালকের।
তিনি আরও বলেন, চালক প্রথমে ব্যবসায়ীর ব্যাগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ব্যাগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একপর্যায়ে তিনি ওই ব্যাগ ও ব্যাগে থাকা পাসপোর্ট, ব্যবসায়িক কাগজপত্র ও দুটি আইফোন ফেরত দেন। টানা চারদিন অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল স্যারের উপস্থিতিতে আমরা ওই ব্যবসায়ীর মালামাল তার কাছে হস্তান্তর করি।
ভুক্তভোগী ব্যবসায়ী আরমান হোসেন বলেন, আমি কয়েক বছর যাবত দুবাই থেকে পণ্য এনে দেশে বিক্রি করে আসছি। সেদিন বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে আমার ব্যাগে থাকা পাসপোর্ট, ব্যবসায়িক কাগজপত্র ও দুটি আইফোন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। বিশেষ করে পাসপোর্টটি আমার ব্যবসায়িক কাজের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এঘটনাটি থানায় জানালে পুলিশ চারদিন দিন-রাত চেষ্টা করে আমার ব্যাগ ও ব্যাগে থাকা মালামাল উদ্ধার করে দেন। নয়তো আমি ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতাম। তিনি আরও বলেন, ব্যাগটি হারিয়ে সেটি ফিরে পাওয়ার ব্যাপারে অনেকটা অনিশ্চিত ছিলাম। তবে পুলিশ আমার ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। সেজন্য পুলিশ ও তদন্তকারী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশের ধর্মই জনগণের সেবা করা। আমরা শুধুমাত্র আমাদের দ্বায়িত্ব পালন করেছি। ব্যবসায়ীকে তার ব্যাগটি ফিরিয়ে দিতে পারায় আমরাও আনন্দিত। জনগণের বিপদে আপদে বাংলাদেশ পুলিশ সবসময়ই পাশে আছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh