৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে ১ জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৪ মে) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপিবিএন মিডিয়া সেল। আটক মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জগন্নাথপুরের আ. নুরের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।
সংবাদবিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, শুক্রবার বিকেলে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানাধীন কামরা খাই এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএন জানায়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অভিযানা পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম তত্ত্বাবধান করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ মো. আছাবুর রহমান।