× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ছাই ফেলাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৯:৪৩ পিএম

রংপুরের বদরগঞ্জে ছাই ফেলাকে কেন্দ্র করে প্রতিবন্ধী ছেলে সহ পরিবারের সকলকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিন রামনাথপুর সরদার পাড়া গ্রামে। এ ঘটনায় প্রতিবন্ধী ছেলের মা রোজিনা আক্তার নামে বাদী হয়ে বদরগঞ্জ থানায় আলতাব হোসেন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

সরেজমিনে জানা যায়, সরদার পাড়া গ্রামের মো.তোজাম্মেল হোসেনের তিন ছেলে। ছোট দুই ছেলেকে নিয়ে একসঙ্গে থাকলেও বড় ছেলের সাথে বনাবনি না থাকায় বড় ছেলে আলতাব হোসেন আলাদা থাকেন। হঠাৎ করে ৩০শে এপ্রিল সকাল ৭ টার দিকে বড় ছেলে আলতাব হোসেনের বাড়ির পাশে ভাগের জমিতে ছোট ছেলের স্ত্রী রোজিনা আক্তার পরিবারের সকলের রান্না করা চুলার  ছাই ফেলান। পাশে বসে ছিলেন আলতাব হোসেনের স্ত্রী শরিফা বেগম ও তার ছেলের শরিফুল ইসলাম। সেই ছাই উড়ে গিয়ে তাদের গায়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে আলতাব হোসেনের স্ত্রী শরিফা বেগম তার ছেলে শরিফুল ইসলাম ও মেয়ে তার শ্বশুরের বাড়িতে গিয়ে খারাপ ভাষায় গালাগালি করেন। ওই সময় শশুর তোজাম্মেল হোসেন গালাগালি করতে নিষেধ করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে তোজাম্মেল হোসেন ছোট ছেলে আজিবর রহমান তার স্ত্রী রোজিনা বেগম এগিয়ে আসলেন তাদেরকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান।

এ ঘটনায় এ এস আই আলমগীর হোসেন বলেন, লিখিত  অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা সত্যতা পেয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.