সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (৫ মে) দুপুরে উপজেলার ছৈলাখেল গ্রামে বাড়ির পাশেই খোলা ময়দান এই ঘটনা ঘটে।
নিহত উপজেলার ছৈলাখেল এলাকার মৃত আফসর উদ্দিন মোল্লার ছেলে করম আলী (৬৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি খোলা ময়দানে করম আলী পালিত গরু আনতে যান। এসময় হঠাৎ করে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।