× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেট ব্যুরো

০৬ মে ২০২৪, ১৩:৫২ পিএম

সিলেটী টুকেরবাজার এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৬ মে) সকাল ৯টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের বাবুর্চি কাঞ্চন মিয়া ওই সেন্টারের পার্শ্ববর্তী ডোবায় একজন মানুষের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, ওই ব্যক্তি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। টুকেরবাজার এলাকায় প্রায় দুই মাস যাবত থেকে অবস্থান করছিলেন এবং রাতে রাস্তার পাশে-ফুটপাতে ঘুমাতেন। সোমবার সকালে স্থানীয়রা শরিফ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি ডোবায় তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.