× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আচরণবিধি ভঙ্গ করায় ডা. সিয়ামকে কারণ দর্শানোর নোটিশ

শরীয়তপুর প্রতিনিধি

০৬ মে ২০২৪, ১৫:১৬ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে মোটরসাইকেল প্রতিক মার্কার প্রার্থী হুমায়ুন কবির মোল্লার পক্ষে প্রচারণা ও ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের  সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন।

রোববার (৫ মে) শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান তাকে নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী ২০১৬ এর ২২(১) অনুচ্ছেদে আইন ভঙ্গের দায়ে এ নোটিশ প্রদান করেন। 

ডা. আশ্রাফুল হক সিয়াম স্থানীয় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামিমের ছোট ভাই।

নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ এর উপ-বিধি ৩ অনুযায়ী, 'সরকারী কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোন আইন সভার নির্বাচনে অংশগ্রহণ করিতে অথবা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করিতে বা অন্য কোনভাবে হস্তক্ষেপ করিতে বা প্রভাব খাটাইতে পারিবেন না। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ দ্বারা এই বিধিও একই ভাবে লঙ্ঘিত হয়েছে বলে প্রমাণিত। তাই উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ অথবা বিভাগীয় শান্তির জন্য সুপারিশ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী ০৭-০৫- ২৪ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট দাখিল করার জন্য বলা হলো।

এর আগে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াছেল কবির গুলফাম ডা. আশ্রাফুল হক সিয়ামের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি স্বশরীরে মোটরসাইকেল প্রতীকের পক্ষে আরশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লোকজন সহ নির্বাচনী প্রচারণা করেছেন এবং ভোটারদের ভোট দেওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াছেল কবির অভিযোগের স্বপক্ষে কিছু স্থিরচিত্রও দাখিল করেছেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.