× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় দুজন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

০৭ মে ২০২৪, ১৫:১৭ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে এসে চেয়ারম্যান পদে সকল প্রার্থীদের ছাড়িয়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় সোহেল ও মাহবুব। 

সরেজমিনে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহেল এমকম ও  শাহ মাহবুবুল হকের মধ্যে যেকোনো একজন চেয়ারম্যানের চেয়ারে বসতে যাচ্ছেন। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে (বুধবার ৮ মে) ভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলার হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা শেষ হলেও। চায়ের স্টলের সর-গরম আলাপ-আলোচনা থেকে শুরু করে পাড়া-মহল্লা হাট-বাজার সর্বত্র। কথা একটাই কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান? কে হচ্ছেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান? কে এগিয়ে, চলছে চুলচেরা বিশ্লেষণ। 

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শাহ মাহবুবুল হক (মোটরসাইকেল), মোহাম্মদ সোহেল এমকম (আনারস), এম এ হালিম (হেলিকপ্টার), আশরাফ হোসেন কবির (কাপ-পিরিচ), রৌশনারা (টেলিফোন), নাজমুল আলম (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীরা হলেন, আল আমিন অপু (টিউবওয়েল), শফিউদ্দিন সরকার বাচ্চু (চশমা), নাঈম সুজন (তালা), আলমগীর কবির সোহাগ (টিয়া পাখি)। তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ছাবিয়া পারভীন জেনি (কলসি), সেলিনা আক্তার (হাঁস) খাইরুন নাহার হ্যাপি (ফুটবল)। 

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গত নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এমকম। তার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আয়ুব আলী চেয়ারম্যান এর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। মরহুম পিতার রেখে যাওয়া তুমুল জনপ্রিয়তা ও বিগত পাঁচ বছরে নিজের দায়িত্ব পালন কালে ভোটারদের সাথে গড়ে ওঠা নিবিড় সম্পর্ক এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয়ের আশায় দিন-রাত ছুটে চলেছিলেন ভোটারদের দ্বারে দ্বারে। অপরদিকে, উপজেলার শাহেদল ইউনিয়ন থেকে নির্বাচিত চার বারের ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুল হক। তিনিও জয়ী হতে রাত-দিন প্রচারণায় ব্যস্ত ছিলেন।

উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছিলেন। বর্তমান ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা, নাজমুল আলমও প্রচার-প্রচারণা করেছেন। তাছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটের আগ মুহূর্তে জয়ের ব্যাপারে আশাবাদী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.