× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় ভরদুপুরে আগুনে পুড়লো ২০ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি

০৭ মে ২০২৪, ১৫:৫৪ পিএম

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দোকান ও উলুফুল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবেল ত্রিপুরা জানান, ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে একটি উলুফুলের গুদাম ও দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বেলা ১২ টার দিকে আগুন লেগে উলুফুলের গুদামসহ ২০টি দোকান পুড়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণোয়ন ইতিমধ্যে শেষ করেছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বিধি অনুযায়ী সহযোগীতা করা হবে বলেও জানান তিনি। 

এ বিষয়ে নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ জানান, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সরকারি সহায়তা হিসেবে তাৎক্ষনিক ভাবে শুকনা খাবার, কম্বল, ঢেউটিন ও নগত অর্থ প্রদান করা হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.