নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশের একটি খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাবেক পলাশতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুর আহমেদ ও রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো খাকচক পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে রাহাত মিয়া (৭) এবং একই এলাকার লতিফ মিয়ার ছেলে ওমর ফারক (৭)।
তাদের মধ্যে রাহাত স্থানীয় একটি স্কুলের এবং ফারুক একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর বাড়ি ফিরে ওমর ফারুক ও রাহাত আরেক শারীরিক প্রতিবন্ধী শিশুর সঙ্গে বাড়ির পাশে একটি খালের পারে খেলা করছিল। এক পর্যায়ে তিন শিশু খালের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। পরিবারের লোকজন শিশু তিনটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
পরে খাল থেকে তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাদের মধ্যে রাহাত ও ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, খালের পানিতে নেমে তিন শিশুর মধ্যে দুজন মারা যায়। নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।