× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামান্য বৃষ্টিতেই সোনারগাঁ ব্যস্ততম রাস্তায় ঘটছে দুর্ঘটনা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

০৮ মে ২০২৪, ১৫:২৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সংস্কারের অভাবে বেহাল অবস্থা হয়ে গিয়েছে সবচেয়ে ব্যস্ততম এই রাস্তা। ভারি যানবাহন চলাচল, সংস্কার না করা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক বেহাল।

সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে। সেই অংশ দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে যাচ্ছে। 

এমনই অবস্থা সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা বৈদ্যেরবাজার সড়কের বাড়ি মজলিশ, উদ্ধবগঞ্জ,বৈদ্যেরবাজার ও সোনারগাঁ সাদিপুর ইউপি নয়াপুর সাদিপুর সড়ক এলাকায় এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগ (সওজের) নির্মিত এই রাস্তার ইট, বালু, পাথর ও মাটি সরে গিয়ে সৃষ্টি হওয়া গর্তে পড়ে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। গত এক মাসে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে কমপক্ষে ৩০ জন যাত্রী ও চালক আহত হয়েছে। 

এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের ঊধ্বর্তন মহলে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। 

স্থানীয় বাড়ি মজলিশ এলাকার জসিম উদ্দিন জানান, সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ও বৃষ্টির জমে থাকায় ময়লাযুক্ত পানির কারণে শিক্ষার্থীরা ঠিকমত বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারছে না। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। 

সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক জানান, মোগরাপাড়া চৌরাস্তা- বৈদ্যেরবাজার সড়কটি সড়ক ও জনপদ বিভাগ (সওজের) অধীনে থাকায় এটি সংস্কারের ব্যাপারে এলজিইডির পক্ষ থেকে কোনো উদ্যাগে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। 

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজের) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া চৌরাস্তা-বৈদ্যেরবাজার সড়কটি সংস্কারের ব্যাপারে সওজের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজের) পক্ষ থেকে এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই এর সংস্কার কাজ শুরু করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.