× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দ্র দখলসহ অনিয়ম অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি

০৮ মে ২০২৪, ১৬:০৭ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলাতে (৮ মে) বুধবার ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ভোটের অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ।

বুধবার (৮ মে) দুপুর ১ টারর দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ স্কুল ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন । 

চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ বলেন, সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর ১ ঘন্টা পর হতে ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরের অধিক কেন্দ্রে আমার এজেন্দের বেড় করে দিয় মারধর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষের লোকজন। শুধু তায় নয়, জালভোট দেওয়া শুরু করে ভোটকেন্দ্র দখল করে অবৈধভাবে ভোট মেরেছে। এ বিষয়ে রির্টানিং কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতনকে জানালেও তারা কোন অভিযোগ আমলে নেয়নি। এ জন্য আমি ভোট বর্জনের ঘোষনা দিলাম।

এসময় জিএম সেলিম পারভেজ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন,  স্থানীয় সংসদ সদস্য গোপনে তার পছন্দের মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে এলাকায় উপস্থিত থেকে ভোটের আগের দিন রাতে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলকে হুমকি ধামকিসহ বিভিন্ন ভাবে প্রলোভিত করে এই সুষ্ঠ ভোটের পরিবেশ নষ্ট করেছেন। আর এই কারনেই আমার সাধারন ভোটারগণ আজ আতঙ্কিত। তাই আমি যেখানে জনগণের ৮০ শতাংশ ভোট পাওয়ার কথা সেখানে আমাকে নির্বাচন বর্জন করতে হলো।

তিনি আরও বলেন, ফজলুপুর, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, তাদের ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঐ ইউনিয়ন গুলোর বিভিন্ন কেন্দ্র দখল করে ন্যক্কারজনকভাবে ভোট ডাকাতি করেছেন। আমি সকাল থেকে প্রায় ২০ বার রির্টানিং কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাকে জানালেও তারা ব্যবস্থা নেই নিচ্ছি বলে পাশ কাটিয়ে জান। তারা অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিলে আজ এই ভোটটি প্রশ্নবিদ্ধ হতো না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.