× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে ১৮ প্রার্থীর বৈধতা ঘোষণা

শাহিন খান, পটুয়াখালী

০৮ মে ২০২৪, ১৬:৩২ পিএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। 

জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার কর্তৃক ৫ মে যাচাই-বাছাই শেষে টানানো বৈধ প্রার্থীদের তালিকা সূত্রে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা মো. রেজাউল করিম সোয়েব।  

ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন- মো.আফজাল হোসেন, মো. হাসান সিকদার, 

চিন্ময় বণিক, সাইদুর রহমান, মো. ফারুক হোসাইন, মোঃ সহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন( দুলাল),  মোঃ আনিচুর রহমান, মোঃ সালাউদ্দিন হীরা, মোঃ সহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান,পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সোহানা হোসেন মিকি,মোসাঃ নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন।

এ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে বুধবার। 

সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গনসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট ও চাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.