× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলছাত্রীকে অপহরণ করে ১০ দিন ধরে ধর্ষণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৮ মে ২০২৪, ১৮:১২ পিএম

পাবনার ঈশ্বরদীতে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকিয়ে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন।

ধর্ষক মো. নাজিম প্রামানিক (৩২) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী দালালপাড়ার মো. আলম প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার সময় মো. নাজিম প্রামানিক তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীটির মুখ বেঁধে অপহরণ করে। অপহরণকারী নাজিম প্রামানিক ওই শিক্ষার্থীকে ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়াস্থ নিশান-কংকা রাশিয়ান মেস সংলগ্ন কফিল উদ্দিনের মেসের দ্বিতীয় তলায় আটকিয়ে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছে। শিক্ষার্থীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.