× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও বির্তক অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

০৮ মে ২০২৪, ১৮:৩৪ পিএম

দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্কুল বির্তক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা শেষে স্কুল বির্তক অনুষ্ঠানে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। 

বির্তকের বিষয়বস্তু ছিল "দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়"। এতে বিপক্ষে অংশ নেয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয়। 

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সভাপতি এইচ. এম শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নার্গিস আখতার জাহান, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ জাহানারা বেগম প্রমুখ। 

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার অয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ অহিদুজ্জামান সুপন,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আবু হোসৈন মিরন প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মু.আবদুল জলিল (ঝটু) তালুকদার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.