মুন্সীগঞ্জ সিরাজদিখানে আজ বুধবার ২৫ বৈশাখ (৮ মে) উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী।
উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ, বিক্রমপুর সরকারী কুঞ্জবিহারী কলেজের অধ্যক্ষ ডঃ রসময় কীর্তনিয়া, বিক্রমপুর সরকারী কুঞ্জবিহারী কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, সরকারী ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, প্রভাষক এজাজ হোসেন খান, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, মোঃ আমিন শেখ,সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানূও রহমান ভূইয়া, সুবীর চক্রবর্তী, মোঃ মুক্তার হোসেন, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র নাথের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত,কবিতা আবৃতি ও নৃত্যা পরিবেশন করেন।
এছাড়া অতিথি শিল্পী মোহনা,হৃদিতা দে,অদিতি ব্রক্ষ্মন,হাফসা আক্তারের মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন।