× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজদিখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

০৮ মে ২০২৪, ১৯:২৫ পিএম

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আজ বুধবার ২৫ বৈশাখ (৮ মে) উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। 

উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ, বিক্রমপুর সরকারী কুঞ্জবিহারী কলেজের অধ্যক্ষ ডঃ রসময় কীর্তনিয়া, বিক্রমপুর সরকারী কুঞ্জবিহারী কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, সরকারী ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, প্রভাষক এজাজ হোসেন খান, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক,  মোঃ আমিন শেখ,সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানূও রহমান ভূইয়া, সুবীর চক্রবর্তী, মোঃ মুক্তার হোসেন, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র নাথের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত,কবিতা আবৃতি ও নৃত্যা পরিবেশন করেন। 

এছাড়া অতিথি শিল্পী মোহনা,হৃদিতা দে,অদিতি ব্রক্ষ্মন,হাফসা আক্তারের মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.