রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে বুধবার (৮ মে) বিকেলে বাংলাদেশ কৃষক লীগ বদরগঞ্জ উপজেলা শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসান তবিকুর চৌধুরী পলিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, এবারে উপজেলা নির্বাচনে হাসান তবিকুর চৌধুরী পলিন কে উপজেলার কৃষক লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এবারে উপজেলা নির্বাচনে আপনারা সবাই পলিন চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে পলিন চৌধুরীর হাত উঠিয়ে সমর্থন করেন।
কর্মীসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী পলিন চৌধুরী বলেন, এবারের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। উপজেলার সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভোটে জয়যুক্ত হয়ে মানুষের সেবা করতে পারি।