× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পোস্তগোলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৪, ১৯:৪৯ পিএম

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের ঢালে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করে শ্যামপুর থানা পুলিশ।

গত ৮ মে রাত ৩ টা ৩০ মিনিটে সময় জুরাইন মাজার গেটের সামনে এসআই মোহাম্মদ সাকিব হোসেন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের আউট গোয়িং রোডস্থ পোস্তগোলা ব্রিজের ঢালে পাকা রাস্তার উপর একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দল একটি পিকআপসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখিত সংবাদের ভিত্তিতে অভিযান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতঃ তাদের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স এবং থানা এলাকায় হন্ডা মোবাইল ডিউটিরত এসআই মোঃ তোরগুল হাসান সোহাগ ও তাহার সঙ্গীয় এএসআই মুকুল শেখ এবং কনস্টেবল অলিউল্লাদের সহ উল্লিখিত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পিকআপ স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পিকআপ গাড়িটি ঘিরে ফেলে তখন ডাকত দল গাড়িটি রেখে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৬ ডাকাতকে গ্রেফতার করেন। তখন ঘটনাস্থল হইতে গাড়ির চালকসহ দুই থেকে তিন জন ডাকাত দৌড়ে পালাইয়া যায়। উক্ত আসামিদের নিকট হইতে একটি ভোল্ট কার্টার,দুটি স্টিলের কার্টার, তিনটি ছোট টর্চ লাইট, একটি বড় টর্চ লাইট, একটি পিকআপ জব্দ করেন। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। বৃহস্পতিবার আসামিদের কোর্টে প্রেরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.