× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে ২ কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১২:০২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকার ইয়াবা টেবলেটসহ মো. ইসহাক (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার উপজেলা মেঘনা নিউ টাউন টোল প্লাজায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার উপ পরিদর্শক পংকজ কান্তি সরকারের ফোর্সের সহযোগীতায় মাদক পরিবহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্টা-ছ ৭১-২২৬৬) একটি এ্যামবুল্যান্স জব্দ করা হয়। এবং ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক উত্তর নীলা আমতলা ওআইকন টেকনাফ কক্সবাজার জেলার কামাল হোসেনের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরেকজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকালে কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালাই। এসময় কক্সবাজার টেকনাফ থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ গামী একটি এ্যামবুল্যান্সে তল্লাসি চালিয়ে এ্যামবুল্যান্সে থাকা অক্সিজেন সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় প্লাষ্টিকে মোড়ানো ৬ টি পেকেটে থাকা ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি এ্যামবুল্যাস জব্দ করা হয়। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ীরা রোগী পরিবহন কাজে ব্যবহৃত এ্যাম্বুল্যান্স ব্যবহার করে আরো একাধিকবার মাদক পাচার করেছেন। মাদক ব্যবসায়ী মোঃ ইসহাককে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর মাদক ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.