× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেলসেতু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১২:০৫ পিএম

যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু রেলসেতু। এরই মধ্যে টাঙ্গাইল অংশে মূল সেতুর কাজ প্রায় শেষ। স্টেশন নির্মাণ ও সেতুর ওপর লাইন বসানোর কাজ চলছে, যা আগস্টের মধ্যে শেষ হবে। আর সিরাজগঞ্জ অংশের কাজ শেষ হবে ডিসেম্বরে।

প্রকল্পের কাজ যথা সময়ে শেষ হবে, আশা নির্মাণ সংশ্লিষ্টদের। এরপর সেতুটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

সেতুতে কর্মরত নির্মাণ কর্মী বলেন, ৫০ নম্বর পিলার থেকে শুরু করে আমাদের পরিকল্পনা ২৬ নম্বর পিলার পর্যন্ত কাজ করা। এর মধ্যেই ৩৬ নম্বর পর্যন্ত আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, সম্পূর্ণ কাজের মধ্যে ৮৫ ভাগ অংশের কাজ শেষ হয়েছে। তবে পশ্চিমপাড়ে কাজের কিছুটা কম অগ্রগতি হয়েছে। সেখানে প্রায় ৬৩ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। গড়ে প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

সেতুটি চালু হলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। তবে সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

টাঙ্গাইল চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক নাছির উদ্দিন বলেন, রেলপথ সিঙ্গেল লেন হওয়ার কারণে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সুবিধা পাবে না। তবে ডাবল লেন হলেই ব্যবসায়ীরা সুবিধা পাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান জানান, জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লেনের রেল লাইনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ রুটে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.