× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার লাশ রেখে পরীক্ষা দেয়া সেই পূর্ণ পেলো জিপিএ-৫

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১২:২১ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবা হারানোর শোক নিয়ে পরীক্ষা দেওয়া পূর্ণ জিপিএ-৫ পেয়েছে। 

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় জিপিএ প্রাপ্ত হয় এই ছাত্রী।  

কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর মোট ৩৯৯ জন পরীক্ষায় অংশ নেয়৷ এর মধ্যে ৩৭৮ জন কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৮০ জন। এই স্কুলে পাসের হার ছিলো ৯৫.২১%।

পূর্ণর এই ফলাফলে তার স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষরাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও তার পরিবার স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (কম্পিউটার বিভাগ) সাদেকা সুলতানা বলেন, ‘এমন শোকাবহ বেদনাদায়ক পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিয়ে আমাদের ছাত্রী পূর্ণ যে রেজাল্ট করেছে তাতে আমরা সন্তুষ্ট। তার জীবনের ও ভবিষ্যতের জন্য সফলতা কামনা করছি। সে যেনো তার বাবার স্বপ্ন পূরণ করতে পারে এটাই কামনা করছি।’ 

উল্লেখ্য, কটিয়াদী পশ্চিমপাড়া নিবাসী, বাজারের মুদি দোকানদার ফজলুর রহমান দুদু মিয়া শারীরিক অসুস্থতায় মৃত্যুবরণ করেন। সেই সময় তার দ্বিতীয় মেয়ে পূর্ণ বাবার লাশ কবরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.