মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে আনিছা আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সাভার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১২ বছর আগে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নয়া মিয়ার ছেলের সাথে পাবনা জেলার সুজানগর উপজেলার তারাবাড়ি গ্রামের আনিস আলীর মেয়ে আনিছার বিয়ে হয়। তাদের ঘরে মরিয়ম আক্তার নামে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, চার বছর আগে উপজেলার সাভার গ্রামের রজ্জব আলীর বাগান বাড়িতে ঘর তুলে থাকতেন তারা। নিহত আনিছার স্বামী নজরুল ইসলাম পেশায় তাঁতশ্রমিক। সোমবার সকাল ১০টার দিকে আনিছা বেগমের ঘরের দরজা আটকানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। অনেক ডাকা ডাকি করে, কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে পরে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, মরদেহ উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।