× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াসউদ্দিন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৫:০৬ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনকে অবৈধ সম্পদ অর্জনের দুদকের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গিয়াস উদ্দিন। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ বিষয়ে আদালতে দুদকের প্রসিকিউশন শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ নভেম্বর গিয়াস উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। পরে ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে গিয়াস উদ্দিনের নামে ১৫ কোটি সাত লাখ ১৫ হাজার ৭৭৯ টাকার স্থাবর এবং পাঁচ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩১৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ২০ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

২০০৮-২০০৯ করবর্ষ থেকে ২০২১-২০২২ করবর্ষে পারিবারিক ও অন্যান্য খাতে গিয়াস উদ্দিনের ১৭ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৪৩ টাকা ব্যয়ের তথ্য পায় দুদক। এসব ব্যয়ের বিপরীতে বিভিন্ন সময়ে সঞ্চয় হিসাবে ছয় কোটি ৮১ লাখ ২২ হাজার ৮৫৬ টাকা, গৃহ সম্পত্তি থেকে আয়ের দুই কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৪৫০ টাকা, পিতার কাছ থেকে হেবা মূল্যে প্রাপ্ত ১১ শতাংশ জমিসহ সাত কোটি টাকার দালান, চার লাখ ৩২ হাজার টাকার মুক্তিযোদ্ধা ভাতাসহ মোট ১৭ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ৭৩৭ টাকার বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়।

তবে, গিয়াস উদ্দিনের আয়কর নথি অনুযায়ী, কাসসাফ শপিং সেন্টার-১ নির্মাণ ব্যয় প্রদর্শনকালে ২০২১-২০২২ করবর্ষে মার্কেটের ৮০২ বর্গমিটার নির্মাণে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকা বিনিয়োগের বিষয়ে বৈধ উৎস পায়নি দুদক। যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।


নাসিকের নারী কাউন্সিলরকে প্রহারে কাউন্সিলর শামসুজ্জোহা বরখাস্ত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের (নারী) কাউন্সিলর সানিয়া আক্তার সাউদকে ৫ মার্চ সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ডে প্রহার করায় অপর কাউন্সিলর শামসুজ্জোহাকে মন্ত্রনালয় বরখাস্ত করেছেন।স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত ৭ মে র প্রজ্ঞাপনে বরখাস্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। সিটি কর্পোরেশনের দপ্তর বিষয়টি গোপন রাখায় বিলম্বে তথ্য পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি এবং তাতে বাধা দেয়ায় নারী কাউন্সিলর সানিয়া আক্তার সাউদকে পেটানোর ঘটনাটি অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তের পর শামসুজ্জেহার বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।প্রজ্ঞাপনে অভিযুক্ত কাউন্সিলর শামসুজ্জোহাকে স্হানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ১৩(৩) ধারা অনুযায়ী কাউন্সিলর পদ থেকে অপসারনের সিদ্ধান্ত চূড়ান্ত করতে তদন্ত শেষ করে প্রতিবেদন পেলে দাখিলের নির্দেশ দেয়া হয়। 

উল্লেখ্য যে, বন্দর থানায় ঘটনার পর সানিয়া আক্তার সাউদ কাউন্সিলর শামসুজ্জোহা, তার ভাই জাহাঙ্গীর আলম(৩৭),রিপন ওরফে অটো রিপন(৪০) এর বিরুদ্ধে মামলা করতে অভিযোগ করেন।থানায় পরের দিন শামসুজজ্জোহা পাল্টা অভিযোগ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.