× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৫:৫৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ড্রাম ট্রাকের চাঁপায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ছেলে নিশাত শিকদারের (২৮) মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাপুড়িয়া সদরদী-চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার রেল ক্রসিংয়ের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাদ শিকদার উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক আলগী ইউনিয়নের চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। 

অপরদিকে নিহত নিশাদ তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে ক্রস করতেছিলেন। তখন ক্রস করার সময় খালি ড্রাম ট্রাকের সামনে চাঁপা পড়লে নিশাদের মাথার উপর চাকা গেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন তার একমাত্র ছেলের মৃত্যুতে তিনি পাগল প্রায়।

ব্যক্তিগত জীবনে নিশাদ সিকদার স্ত্রী ও এক ছেলের জনক।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেলক্রসিংয়ের নিচে। উক্ত ড্রাম ট্রাকের নাম্বার অনুসন্ধান করে চালকসহ ট্র্যাকটি আটকের চেষ্টা চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.