জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের একাধিক মামলার আসামি লাদেন (২২)কে ডাকাতির প্রস্তুতি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তিনি পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
সোমবার (১৩মে) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকার সাথী-৩ আলুর ষ্টোরের পশ্চিম পার্শ্বে আমিরুল ইসলামের বাঁশঝাড়ে বসে ডাকাতি প্রস্তুতি চলছিল এমন একটি মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামী করে মামলা হয়। যার মামলা নং-৬৫৪/২৪। সেই মামলায় পরবর্তীতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লকনাহার গ্রামের ওয়াহেদ আলীর পুত্র আবির হোসেন (৩০), বাগজানা ইউয়িনের সোনাপুর গ্রামের শাহিনের ছেলে আবু হাসান (২২) ও জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জের আব্দুর রহমানের পুত্র আরমান (২৫) কে গ্রেফতার করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে লাদেনকে গ্রেফতার করে পুলিশ।
লাদেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার নামে জয়পুরহাট ও পাঁচবিবি থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে।
জানা গেছে, লাদেন বর্তমানে ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছে।
পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান, ডাকাতি প্রস্তুতি মামলায় তাকে জয়পুরহাট জেলহাজতে প্রেরণ করেছেন।