× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ডাকাতী প্রস্তুতি মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

১৩ মে ২০২৪, ১৬:৩০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের একাধিক মামলার আসামি লাদেন (২২)কে ডাকাতির প্রস্তুতি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তিনি পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। 

সোমবার (১৩মে) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৫ এপ্রিল উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকার সাথী-৩ আলুর ষ্টোরের পশ্চিম পার্শ্বে আমিরুল ইসলামের বাঁশঝাড়ে বসে ডাকাতি প্রস্তুতি চলছিল এমন একটি মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামী করে মামলা হয়।  যার মামলা নং-৬৫৪/২৪। সেই মামলায় পরবর্তীতে  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লকনাহার গ্রামের ওয়াহেদ আলীর পুত্র আবির হোসেন (৩০), বাগজানা ইউয়িনের সোনাপুর গ্রামের শাহিনের ছেলে আবু হাসান (২২) ও জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জের আব্দুর রহমানের পুত্র আরমান (২৫) কে গ্রেফতার করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে লাদেনকে গ্রেফতার করে পুলিশ।

লাদেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার নামে জয়পুরহাট ও পাঁচবিবি থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে।

জানা গেছে, লাদেন বর্তমানে ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছে।

পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান, ডাকাতি প্রস্তুতি মামলায় তাকে জয়পুরহাট জেলহাজতে প্রেরণ করেছেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.