× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভয়নগরে সততা স্টোরের অনুকূলে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৭:৫০ পিএম

দুর্নীতি দমন কমিশন কর্তৃক যশোরের অভয়নগরে সততা স্টোরের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

যশোর জেলা দুর্নীতি দমন কমিশন ও অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমন্বিত যশোর জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আল আমীন। 

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। 

এ ব্যাপারে সাধারণ সম্পাদক সুনীল দাস জানান, সততা স্টোরের জন্য অভয়নগরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে ১০ হাজার করে মোট দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ৮০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপহার হিসেবে বই, গাছের চারা ও দুর্নীতি বিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.