× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৮:২২ পিএম । আপডেটঃ ১৩ মে ২০২৪, ১৮:২৭ পিএম

রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় সুমনা খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

সে উপজেলার মধুপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামে লোকমান হোসেনের মেয়ে এবং আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সুমনার ভগ্নিপতি শহীদ মিয়া বলেন, গতকাল রোববার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়। সুমনা এক বিষয়ে অকৃতকার্য হয়। এমন খবর জানার পর থেকে সুমনা কানায় ভেঙে পড়ে। তাকে পরিবারের পক্ষ থেকে বোঝানো হয়। কিন্তু সে আজ (সোমবার) সকালে সবার অজান্তে ঘরে জমির কীটনাশক পান করে। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যায়। প্রায় আধাঘণ্টা পরে সুমনার মুখ থেকে ফেনা বের হতে ধরলে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

চিকিৎসক মনির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সুমনা খাতুন মারা গেছে।

বদরগঞ্জ থানার পরির্দশক (তদন্ত) মনোয়ার হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুমনা খাতুনের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.