× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে: জাহিদ মালেক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৮:৩৭ পিএম

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে, স্বাস্থের প্রতিও যত্ন নিতে হবে। নতুবা সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ মে) বিকালে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের আঙ্গুটিয়া কর্ণেল মালেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আজকের শিশুরা, তোমরা যারা শিক্ষার্থী তারা আগামীতে নের্তৃত্ব দিবে। এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। তাই পড়াশুনার পাশাপাশি নিজেকে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। মাদক ও বাল্যবিয়ে থেকে দূরে থাকতে হবে তোমাদের।

এ সময় উপস্থিত ছিলেন দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম জুয়েলের, উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, মো. রুহুল আমিন, ছাত্রলীগের সভাপতি শামিম হোসাইনসহ, স্কুলের শিক্ষক, ৫ শতাধিক শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.