লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাচ্চা মিয়া (৬০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) সকালে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল আনুমানিক ১১ টার দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন বাচ্চা মিয়া। তার বাড়ির ঠিক ২০০ গজ সামনে গেলে বুড়িমারীগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বাচ্চা মিয়া একজন দিনমজুর ছিলেন’।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।